অজ্ঞতার দেয়াল শক্ত ভীষণ
মানসিক গণ্ডিবদ্ধ সে অধ্যায় ,
তাকে ভাঙায় না নিলে যতন
সুশ্রী মনুষ্য জনম অসার তায় ।


দ্বন্দ্ব- সংঘাত কেন যে ঘটে ?
রূপে, মানুষ তো সবে সমান ,
মাত্র শব্দে কেহ বা হঠাৎ চটে
ক্রোধে এককরে পরিবেশ স্থান ।


সত্য-আসলের তলানি অজানা
পরখ না করে বিষয় হয় মান্য ,
খোঁজের বিশেষ ধার ধারে না
সমস্ত চলে অজ্ঞানতার জন্য ।


মুফতের সবকিছু স্বার্থীর পছন্দ
সুকাজে দান-দক্ষিণায় না মন ,
ফাঁক পেলে করে, পরের মন্দ
সুদিনে, সমাজে চাই সুশিক্ষণ ।


(১৫-০২-২০২১)
মুফত > বিনা মূল্য ।