একটা হাঁড়ি ভরা ভাত-
হাঁড়ির মাঝে, তারা একই জাত ,
একটা টিপিয়া বোঝা যায় -
পুরোভাত ফুটেছে কি রান্নায় !
ভাত, আলাদা-আলাদা নয় দেখা-
এ সহজ সূত্রটা সবার ,জানা-শেখা ।


কে যেন বড়ো নেতা তর্কে জানায়-
ভারতরত্ন অমর্ত্য সেন তার না মানায় !
সে-নেতা যে দলেরই হোক,
সে যে ঐ হাঁড়ি-গোষ্ঠীর লোক !


জ্ঞানী-বিজ্ঞ আভাসে বোঝেন ,
মুর্খরা শুধু কুৎসায় মজেন ।
তারা এক হাঁড়ির ফোটা ভাত -
সকলে একই আচরণের জাত !!


(ইং-৩১-০১-২০১৮)