স্বজাতির কথা স্বজাতি বলে
নারীর কথা নারী ,
সংসদে যদি কোটিপতির ঠাঁই
আইন প্রণয়নও স্বাভাবিক তাই
একপেশে খেলে পারি ।


আর্ত ভাবে প্রতি শাসন কালে
ফিরবে গরীব কপাল ,
“গোড়ায় গলদ”, হাজার চেষ্টায়
সুফল ফলে না দেশ সেবায় ,
পাতা দুর্ভেদ্য জাল ।


গরীব সে তো অসহায়, আবদ্ধ
পায় না উপায় তাল ,
ভাবছে কেবল মায়ার সংসার
আবার, ধর্মে দেয় এমত বিচার ,
নিরাশাই তার কাল ।


(১২-০১-২০২২)
একপেশে খেলে পারি > স্বপক্ষের আইন প্রণয়ন ।