“পশ্চিম বঙ্গের আর এক উৎসবের নাম ভোট, এই উৎসব সাধারণ মানুষের রক্ত আলপনা ছাড়া হয় না।” প্রিয়কবি বিভূতি দাস মহাশয় “পঞ্চায়েত ভোট” কাব্যে এত মর্মান্তিত সত্য মন্তব্য দিয়েছিলেন- সেখানে অবাক হয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, “বোতল বদলায়”-(ব্যঙ্গ) ।  
  
ক্রান্তির সার, উদয়ে সুচেতনা
অশুভ মুছে, নবত্ব ,প্রতিস্থাপনা ,
ক্রান্তির যাচনা, নিঃস্বার্থ রক্ত -
তার দাবি রুধির দানুক ভক্ত ।


ব্যবস্থা পুরাতনে সেথা বিবর্তন ,
সে চায় ,আমূল চুল পরিবর্তন ।
ক্রান্তির বিচার সর্বদা ন্যায়পরায়ণ
ঘুণধরা সমাজে আনে আলোড়ন ।


দেখি অকালে রক্ত ঝরে অকারণ ,
উদ্ধত আচরণ অতি অশোভন !
কেন, রক্তের নেই মোটে দাম ?
কেন ,এ অমৃতরে করা বদনাম ?


দেখি হেথা প্রতি ভোট কালে -
দূর দিগন্ত মাটি ভেজা,- লালে !
আজ এতই সস্তা! জাতির খুন ?
তবু দেখি না ক্রান্তিতে সদগুণ !


সক্ষম, দক্ষ, কার্যতে নয়-কালে ,
ভোটে জিততে চায়, দলে দলে ।
ভরা অপকর্মে, অজস্র ঠগবাজ-
আজ তারা চায়, আয়ত্বে রাজ !


সুরার দোষগুণ ধর্ম দেখি বজায় -
পরিবর্তন মাত্র বোতলটা পালটায় !
হায়রে প্রবুদ্ধ দেশবাসী- জনগণ ,
কবে উদিবে সবার,-শুভচিন্তন !


(ইং-১৮-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর