সত্য-অসত্য, ন্যায়-অন্যায় মনুষ্য উপজ
অন্য কোন জীবে নামেমাত্র নেই সংযোগ ,
বাঁচ এবং বাঁচতে দাও, মূল ভাবনা হোক
তবু কত অসময়ে ডেকে আনে দুর্যোগ ।


কেহ বুদ্ধিমত্তায় বিজ্ঞ , সুচতুর কর্মগুণে
হুঁশে অন্যায় অবিচার করে, জেনেশুনে ।
কী ধাতু অস্থি-মজ্জায় গঠন মানব শরীর !
তবু স্বগর্বে নিজেরে মানে সাধু-সৎ-পীর ।


সমাজে যতো দিন ঘনিভূত না বিদ্রোহ
খল, নীলাকাশ ঢাকিবে মসীতে অহরহ ।
দড়িটানাটানি খেলা, যারা হয় দলেভারী ,
তারা সুখের-সিংহভাগ স্বগর্বে নেয় কাড়ি ।
সদা ধর্ম-ধর্ম, হরি-হরি , দীর্ঘশ্বাস ছাড়ি ,
কাজে বেশী দূরে চলে না- ভরসার তরী ।


(ইং-২৭-০৩-২০২০)