বেকারে পাটা এ দেশ -
সংখ্যায় অজস্র -অশেষ !
ওরা পায় না কাজে ভয় ,
অথচ, জীবন দুঃখময় !


কি না পারে তারা ?
কোন কিছু নেই অপারা ।
একদা অভাব ছিল কর্মী ,
ছিল না কাজে দক্ষ সুধর্মী !
পারিতে ,অভয় সাগরঊর্মি !
তবু কেন, কর্মতে কমি ?


হেরি, বেকারের বিধি বাম !
বোঝে না কেহ রত্নের দাম ।
শক্তিতে আজ,- বাজ !
চায় সে কাজ আর কাজ ।
এ অমূল্য মানব সম্পদ -
অকালে নষ্ট- অগাধ !!


আজ, দুঃখী দেশজননী ,
মর্মাহত -কাতর তিনি ।
সিক্ত আঁখি- বারি-জল ,
ভাবি ! কপাল- কপাল !!


(ইং-২৫-০৭-২০১৮)