সে পাচকতন্ত্রে গড়বড়-ঝালা ,
সুস্বাদু পাই পাতে তবু অসম্ভব পেটজ্বালা ।
খুব গায়ে মাখি সুগন্ধি সাবান !
ফেরে না সুদিন, হয় না যন্ত্রণার অবসান ।
শরীর ভরে বিষ ফোঁড়া ওঠে ,
কোন ঔষধে কোন ভাবে কাজে না মোটে ।


দেশের অতলে জমেছে কাই ,
আজ পচন ধরা নীতিরা জটলা করে সদাই ।
সুধরাতে তোড়-জোড় কত ,
কাজ, বড়ো উপদেষ্টার সহমতে হিসাব মত ।
শাসনে যদি সদিচ্ছার অভাব ,
বন্ধন ছাড়া নীতির ভাঙন, আইন-কানুন স্বভাব ।
ধর্ম-কর্ম, যাগযজ্ঞ ,পূজা-পাঠ ,
হলে অভাব সুনীতি, সবের বাহার গড়ের মাঠ ।


(ইং-২৯-১১-২০১৯)