এ বিষয়ে একবার কালক্রমে হলে হয় ভোট ,
অহিতকারী জনসেবক জিতবে, তারই জোট ।
মুদ্দা হলে নেশার পক্ষে দেশ, কত গায় জয় -
মৌকা দিলে লুটের রাজ, সে মতে ভোট দেয় ।


অপনীতি, ঘৃণিত কাজ, বহুতর মনে ধরা রাজ ,
শঠ, হুড়দঙ্গ, ঘুষখোরী, মিথ্যাচারী, রূপে সাজ ।
কিছু কুন্ঠিত ধর্মপাগল দ্রুত চায় পৌঁছাতে স্বর্গ ,
খুন-শালীনতাহানি, রাহাজানি কাজে বড়ো গর্ব ।


একশ্রেণী শ্রমিক হয়ে থাক, বহু এ ব্যবস্থা চায়  -
দিনে দিনে না খেয়ে কমতে থাক দ্রুত সংখ্যায় ।
একে অরপরের খাবার কাড়া মনে দেয় সাড়া ,
বহুতর রায় দেশটা খণ্ডে-খণ্ডে বিভক্ত সারা !


আত্মতুষ্টি ভাবনায় এক দল ঘুলিয়ে খায় জল -
কত, রাতদিন জল্পনা করে অসৎ প্রচেষ্টা-ছল ।
লেগে থাক্ অশান্তি না হয় কালে কোন ক্রান্তি ,
অরাজগ রাজে কত ভাবনা পোষে সমাজযন্ত্রী ।


মিলাবটি, সুদখোর, সুযোগ পেলে অসীম সাগর
উৎসাহী, মনিমুক্তো ভরায় শশব্যস্ত তার আগর ।
সহজে পুঁজিপতির হাতে চলে যাক দেশ রাজত্ব
ভোটের ধারাটা হোক মানুষ দেখাবটি রূপ মাত্র ।


(১৭-০৪-২০২১)
মৌকা > সুযোগ ,
সমাজযন্ত্রী > সমাজ সুধাকর (Social engineer) ,