দম্ভে সদা অন্ধ হয়ে
চলেন তিনি জনমন জয়ে ,
আসল প্রভু দূরে ঠেলে
চায় সাফল্য ছলনা চালে !


কাজের জ্ঞান, শেষ কালে ,
কিছুটা আলো জাগল ভালে ।
স্বভাব তবুও রূঢ়তা সংস্কার -
ক্ষুদ্র স্বার্থ, হীনতা বিচার ।
বাঁচার তরে- মুখ্য কারণ -
মরণ কালে, প্রভু শরণ !


ভেব না সে বদলে গেছে ?
আত্মার তুষ্টি, তাই নাচে !
ভাবনা জমা, খাঁজে-খাঁজে ,
সুযোগ পেলেই ধরিবে খামচে  !


(ইং-০৭-১০-২০১৮)
*-“সব বামপন্থী খারাপ না”,- মমতা বেনার্জী ।
আগামী জানুয়ারীর মিছিলে সমস্ত বাম পন্থীদের আমন্ত্রণ জানাবেন সাথে কেরলের মুখ্যমন্ত্রী পি, বিজয়নকে ও ।
*-স্রোত> ম,প্র, হিন্দী পত্রিকা, ভোপাল, (ইং-০৭-১০-২০১৮)।