বিশ্ব অত্যুজ্জ্বল আজ তার আভায় ,
টইটুম্বুর উন্নততর জ্ঞান গরিমায় ।
সবের লব্ধ জ্ঞান আজ সমাবেশ ,
সদগুণে গরিমাময় উন্নত দেশ ।
বহুর মাতলামো আদিমের গন্ধে
বেহুশ কত না নৃত্য, পরমানন্দে ।


সময়ে যতই দাও না মধুর জ্ঞান -
করে অবহেলা আরো প্রত্যাখ্যান ,
গন্তব্য কোথা, নেই তার হদিশ
আদিমে ন্যাস্ত, আস্থায় জগদীশ ।
বিশ্বপ্রেম চিন্তাটা বিধানে বাতিল
সখ্যতা-বন্ধুত্ব বন্ধ্যা, তার নিখিল ।


জন্মেছে বিশ্বাসে জাত আর ধর্ম ,
শোষণ যাঁতাকলে, অবোঝা মর্ম ।
রোজানা কুশিক্ষা শেখায় সমাজ ,
তবু দর্শায় বিশ্বে শক্তিমান আজ !
অন্ধকারে আস্থা ভাজন পুরজোর ,
আদিমতায় অদেখা সুন্দর ভোর ।


(ইং-১৫-০২-২০১৯) ।