'করোনা' কাল তাই বলতে সাহস
কতবার সোমনাথ শত্রুর আক্রমণ ,
আক্রমণকারীর দৈবযোগে ওড়ে নাই হোস
হইনি বজ্রাঘাত ! আসে নি তার মৃত্যু শমন ।


আজ সঞ্চিত ধর্ম-ধনভাণ্ডারের সদোপযোগ
‘করোনা’ কালে হোক জনহিতে ব্যয় ,
এ-টুকু বলায়, দেখা দিল মহাদুর্যোগ !
ধর্মগুরুরা ক্ষেপে শক্ত বিরোধ জানায় ।


তর্ক ,ধর্মস্থলে পুণ্যিতে সবার অধিকার
ভক্ত-ধার্মীক সে পারে করিতে অঢেল দান ,
আয়-ব্যয়ে সে পয়সা, শুধু সংস্থার এক্তিয়ার
সরকার কেন দেবে সেথায় ধ্যান ?


সাধু বোঝেন, পাপ পুণ্য শোষণ জালে
সরল সাধারণে, স্বর্গ নরকের নামে
তাকে সহজে কাবু করা যায় ধর্মের ছলে ,
একটু ,এদিক -ওদিক বলে, ভুলাও ভ্রমে ।


(ইং-১৬-০৫-২০২০)
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী চৌহান টুইট্ করে জানান- এই দুর্দিনে মন্দিরের জমা স্বর্ণ-ভাণ্ডার-অর্থ , করোনা কালে দেশের কাজে লাগানো উচিত । (ইং-১৬-০৫-২০২০) , খরব দূরদর্শন । সাধুরা তার শক্ত বিরোধে ।