পচা শামুকে পা কাটে ,
তুচ্ছ ভাবা, জমিতে মাঠে ;
অকেজো কাজে জানি তা বটে
বিপদ ভাবিনা তাহাতে মোটে ৷


নিছক কাজেও আসে না চিন্তায়
পচা বিষয়টা জড়াই না মাথায় ,
কী-ই বা করিবে শামুকটি সেথায়
পচে রয়েছে জড়িয়ে কাদায় !


চিন্তা শূন্য গতি বাড়াই
কখনো হয়তো পথে মাড়াই ,
কিছুই হবে না-ফকিরে ঝাড়াই ;
সত্য মেনে বিপদ তাড়াই ৷
                                                                                                                                                                      
উল্টো বিপাকে করে হাঁসফাস        
অনেকের ওঠে এতে নাভিশ্বাস ,      
আক্ষেপ রোগের মেলে আভাস        
সড়ন-পচন দেহে বসবাস ৷
        
কপালে মেলে হা-হুতাশ ;                
তুচ্ছের ত্যেজে না করে বিশ্বাস                              
অপলক চোখে চাউনি হতাশ ,              
মাথায় পড়ে ভেঙে আকাশ !
                                        
সমাজের বুকে এমনি ধারায়          
তুচ্ছ বিষয়ে প্রাণ যে হারায় ,        
পচা শামুকটি ভাবেনি ঠকায়        
মহাবিপদ ডেকে আনায় ৷
            
ক্ষুদ্রতম ও ওৎ পেতে              
ধ্বংস কাজে আছে মেতে ,          
সজগ মগজে মন্থন যাতে            
সময় থাকিতে উপায় নিতে ৷
                                    
উপর নীচে আশে-পাশে                
চলা হাঁটা দাঁড়িয়ে বসে ,            
চাক্ষুস দেখিয়া চলা প্রকাশে            
অঘটন যেন নিকট না আসে ৷
        
তুচ্ছতরকে না ভাবা নগণ্য          
দুষ্কৃতি সাথীর এরাই সৈন্য ,            
কু-কর্মে আবার মহা মান্য ;        
ভাবনায় ধরে না এসবের জন্য ৷
      
যেমন পচা পড়ে শামুক
অকেজো না ভাবা অমুক-তমুক ,      
সারা বিষয়ে জড়িয়ে মুলুক  
সুযোগ ঘটায় অশুভ শলুক ৷  
                                        
সুবিধা বুঝে খোলে যে মুখ                
এরাই ধ্বংসে সকল সুখ ,
জ্বালায় জ্বালাবে মরণ দুখ্ ,
অকেজো না ভাবা পচা শামুক !


(ইং-২২.০২.২০১৬-সোমবার)
*-পচা শামুক অর্থ,- সমাজের যে
কোন ক্ষুদ্রতম ক্ষতির কারক ৷