বাড়ন্ত মহংগাই, চারিদিকে ঠাসা ,
সুদিন ধনীর, রমরমা ব্যবসা !
তারা তিজোরী, ভরে-ভরে সারা ,
সমস্যা ? চোরের ভয়ে নীদহারা !


সম্মুখে খাবার, থালায়-থালায় -
তারা মিষ্ট সুস্বাদু , যায় না গলায় ,
খেতে মনে খুব করে- ধরে জেদ -
হঠাৎ কি যেন পায় , খাদ্যে সংকেত !
খাবে না ! মধুমেহ রোগ মেলা -
বাড়িবে সুগার , পাছে আছে জ্বালা !


কত যে পায়না খিদেতে খাবার -
পেয়ে ও খায় না ,তারা আবার !
গরীবের সাথে পান্তা খেতে চায় -
বসিলে পাতে ,জাত চলে যায় !
অগত্যা প্রত্যুষ-বিকেল, হাঁটাহাঁটি ,
পথটা তখন মানে, মোক্ষম খাঁটি ৷

তবু মনটি সদা, খাই-খাই -
মুখেতে জল, দেখিলে মিঠাই !
নিজেই মানে না ! বলে তাই -
জানায় ,ওহে আমার প্রিয় ভাই ,
ওরে, শোন্ উপদেশ,- কম খাও -
এখন, খাটুনিতে জোর দাও ৷
ধনী অভুক্ত, ধনদৌলত মেলায় ,
আহারে কষ্ট, প্রাচুর্যের জ্বালায় !


(ইং-০৬-১০-২০১৭)
(হিন্দী শব্দ)= মহংগাই ,নীদহারা, তিজোরী > মূল্য বৃদ্ধি , ঘুমশূন্য, সিন্দুক ৷