পল পল ঝড়-জল- সহ্য করে
কর্মমাঝে বাড়ি আগে ধীরেধীরে ,
আজ জীবনের শেষ সীমানায়
পিছের দিনগুলি বড্ডো ভাবায় ।


মোর বাঁচাবাড়ার অবদান যতো
কাদের দান ? কারা যোগায় পথ্য !
মহা উপকৃত, আজ- আত্মহারা
ভাবিয়া দু’নয়নে বহে বারিধারা ।


বিস্মৃতে ভরা যত ব্যস্ত সংসারে
অগাধ ভালোবাসায়- আত্ম ভরে ।
অজস্র প্রতিদান, অশোধ জনমে !
এই ব্যথা, আজনম রহিবে মরমে ।


(ইং-৩১-০৭-২০১৯)