নিজ ঘর, নীতির লড়াই
পরিবারে বাঁধে দ্বন্দ্ব ,
উচিত-অনুচিত কত কথা
শোরগোলে ভরা-মন্দ ।


নিজ দেশ, ভোটে সরকার
মনের মত সে নয় !
খালি পেট, গামছা বেঁধে
দাবিতে লড়তে হয় ।


রোগ সারতে বদ্যির দ্বারে
হত্তে দিয়ে থাক ,
তাঁর হস্তস্পর্শ সময়ে পেতে
মোটা টাকা রাখ ।


ঋণ করে শিক্ষার প্রসার
আশার গুড়ে বালি ,
রোজগার দ্বারে নোটিস্ আঁটা
অবসর, শূন্য-খালি ।


(ইং-০৫-১১-২০১৯)