পথ অবরুদ্ধ না মুক্তির উপায়
ঘোলা জলই সম্বল, মাত্র-বাঁচায় ।
পরাধীনতায় ঘেরা, অশুদ্ধ আচার
যেন কারাগার ,বঞ্চিত সুসমাচার ।


সুখকর আশার অভেদ্য প্রাচীর
একাকী গৃহে বসবাস, ঠাঁয় স্থির ,
পেষণের যন্ত্রণা যাঁতার দু’পাটে  
নির্মম যাতনা ভোগ জীবন পথে ।


শ্বাসপ্রশ্বাসে জ্বালাময়, বহে কাল
বাস্তবতায় জানা, এটাই হাল !
জিন্দগি গতিশীল, তৃপ্ত না-মন -
যাঁতাকলে বদ্ধ জর্জরিত জীবন ।


(ইং-২৪-০৬-২০১৯)