কচিকচি কোমল পাতা-সবুজ বন
পঙ্গপাল ধ্বংসে তাহা যখন তখন ,
সর্বদা দলবদ্ধ সংখ্যায় রয় ভারী
কোন খাদ্য কিছুই দেয় না ছাড়ি ।


আবার দেখি বিচিত্র বাঁচার আচরণ
নিজেই ডাকে তার নিজের মরণ !
ক্ষোভ মুক্ত, না দুঃখী, হা-হুতাশ ,
মাত্র ভয়ের কারণ ঝড়ো-বাতাস !


জীবনের মূলকাজ বৃদ্ধির প্রচেষ্টা ,
স্বধর্মীরা গর্বীত,-তারা যেন শ্রেষ্ঠা ।
অহমে দম্ভ ভরা চাল,- পঙ্গপাল ,
অকালে বাঁচামরা, এই-তো হাল ।


(ইং-০৬-১০-২০১৯)