ইচ্ছাভরা অন্তকরণ, চাহিদা অফুরণ-
অতীতে কষ্ট ছিল দেশে দেশে ভ্রমন ।
তখন সাধন হীন, নিরপত্তা ছিল ক্ষীণ -
যাত্রায় অসাধ্য ব্যাপার ,নবীন ও প্রবীণ ,
চলাচলে কত যে বিকট পরিস্থিতি -
রূপে সমস্যা সংকুল বিঘ্নতে ক্ষিতি ।


ছিল সবে একক গণ্ডিতে সীমাবদ্ধ
সীমিত জ্ঞান ছিল জনমানসে লব্ধ ,
তাই প্রবোধে বাঁধা হত ভাসমান মন
তখনও জন্মেছিল উদার সৎ জন ,
সচেষ্ট জাগ্রত জ্ঞান, উন্মোচনে ব্রতী
অদেখা, জীবন মাঝে অশেষ ক্ষতি
সুহৃদ উদার জ্ঞনী জ্ঞানে মহান গুরু ,
বাধা-বিপত্তি তুচ্ছ করে যাত্রায় শুরু ।


আজ একি পরিবেশ ! পড়শী পড়শী
সচরাচর চারিধার জ্বালাধরা বিচার -
কোথায় যাবে মানুষ নিজেরে নাশি ,
বাধা-বিরোধ দৃশ্য ,ঘেরা কাঁটাতার ।


(ইং-১৮-০৬-২০২০)