সমাধানে পার্থিব মহত্ত্বে, ঘটে মহাপ্রলয় !
তারপর ও জীবনের উর্ধ্বগতি মহাপ্রস্থান ।
লঙ্ঘিয়া সে ভয়ংকর তুষার হিম গিরি
একই চেতন মন সবার- সর্বোপরি ,
যা কিছু প্রাণধন-জ্ঞান করি সম্বল
কঠোর কৃচ্ছ্র সাধনা সে বিজ্ঞজনার ,
স্বশরীরে স্বর্গারোহণ তাঁরা পাণ্ডব জন ।
মানবের মানবত্ব বাঁচাতে চায় চিরন্তন ।


অপর দিকে অধুনা যুগে- ভোগে ,
কাজে, বিবেক জাগরণে কৈ জাগে ?
মানবের পাতাল গমন মাত্র জ্ঞান
যুদ্ধ-লয়-ক্ষয়, অবিরাম কর্মমান ,
প্রস্থানে সাথে নিতে চায় জঞ্জাল -
কোথা , সেকাল আর এ কাল !!


(ইং-৩০-১১-২০১৮)