একএক, ফোঁটা-ফোঁটা জলধারা
আগে যেয়ে- হয় নদী ,
এ ধারা যুগ-যুগ বয়,- চলে শতাব্দী ।
নদী, সে হয় মহানদী, মেশে সাগরে ,
সুদূর ছাপ রেখে যায়, তার দু’পাড়ে ।


ভাবতে পারা যায় না ! তার শুরু ও শেষ
মনুষ্য রূপ গতিও- তার মত অপূর্ব বেশ ।
ছোট্ট কাল, সে শিশুর রূপ-শ্রী ,
হাঁটি-হাঁটি পা-পা, টলমল চরণ -
ধীরে ধীরে পরিবর্তন কত কত আচরণ ।


শান্ত হয় মন-প্রাণ সম্যক জ্ঞান হলে, স্থির ,
ভরে মিলন-মহাবিশ্বে , নিজ স্থান জাহির ।
মাঝখানে তেজগতি হুড়োহুড়ি সার ,
সর্বশেষে শান্ত-শীতল হয়, চিরতর- অপার ।


(ইং-২৬-০১১-২০১৯)