মনুষ্য জীবন বড়ো মধুময়
আবার আছে দুঃখ ও ভয়
পশু সে তার বনে স্বাধীন
মানুষ ফাঁকে মহাপরাধীন ।


ষড়ষন্ত্রে হতে হয় উচ্ছেদ
বলা যাবে না দুঃখ খেদ ;
রাতে ঘুম হয় না চিন্তায়
মানুষ যেন পড়ে যাঁতায় ।


বোঝায় বোদ্ধা ভুক্তভোগী
আর বোঝে যারা সহভাগী ,
তেলে জলে অসতে বাস
মনে ধরে কত বিচিত্র আশ ।
ক্ষুদ্র গণ্ডি সাধারণ চিন্তায়
স্বার্থী সে স্বার্থ নিয়ে মজায় ।


(১৮-১০-২০২১)