অজানা পথে পাড়ি যে মেলা
শূন্যে দুলিছে যেন রজত মালা ,
সারিতে-সারিতে, শ্বেত বলাকা -
চলে আকাশে- মেলিয়া পাখা ৷
ক্রমাগত ধায় !তারা পেতে আশ্রয় -
প্রবাহমান ধারা, মহাশূন্যে তায় !


শেখেনি জনমে- করিতে ক্ষতি-
বিরাজে জীব মাঝে, শুদ্ধ মতি  ৷
হাজারো বিপদ ! চলার পথে -
সাহসে নির্ভর, দলের সাথে ৷
শিকারী, শত্রু, প্রবল  যে তার !
লক্ষ গোলা-বারুদ, করে সে পার ৷
কত আর বাঁচে, বলাকার জান -
সবে নিতে চায়, তাহার প্রাণ !


পথে তৃষিত,ক্ষুধার্থ,- আরো ভয় ,
এই বুঝি জীবনটা, ক্ষণিকে যায় !
তবু বাঁচাটা যে আশার মূলে -
দিনরাত তারা, সমানে চলে ৷
নেই প্রতিকার, নাই উপায় !
এমনি ধারায়, জীবন বয় ৷


তারা সঠিক,হয়তো ঠিকানা জানে -
লঙ্ঘিতে হিমালয় ! প্রতিজ্ঞা মনে ৷
তারা অভাগা শ্বেত বলাকা -
ভাগ্যে তাদের বিপদ লেখা !


(ইং-০৪-০৮-২০১৭)