ভোট আসে, ভোট যায়
এক সরকারী পার্বণ কাল দৃশ্যময়
জনতা দিন গোনে সুখ আশায়  
ময়ুরের মত নাচে গরীবের হৃদয় ।


বহু কালের জমানো ইচ্ছা-আকাঙ্ক্ষা
মনের পর্দায় বাজায় চাহিদার ডংকা ।
শুরু হয় দেশ জুড়ে ভোটের লড়াই
আর্ত ভাবে এই হল বুঝি দুঃখ ভরপাই ।
সুপথ-আদর্শ বাণী ভরা রণাঙ্গন
নীতি নিয়ে তুমুল অধুনা সাগর মন্থন ,
সংখ্যাগরিষ্ঠ গরীব তার ভাগে ক্রন্দন
চিরদিন দেবতা সুখভোগে মনের মতন ।

ঘুরিয়ে জাদুর ছড়ি–-কেহ বলে ,
স্বর্গে দেব সিঁড়ি--বড়ো গালে ;
রঙিন-প্রচার, পারদ জলে-ছেনে
মানুষ নাজেহাল কত শুনে-শুনে ,
নীতি পারে না নিতে- চিনে ।


আঁতাগাছে তোঁতাপাখী, বেগুন বনে ছা -
জনতা সব ভুলে বসে, তার পুরানো ঘা !
অশুভ নাচনের দৃশ্য, এসব করে না আশ ,
তবু শেষ দেখা ছড়ানো কত অভাগার লাশ ।


(১৫-০৩-২০২১)