ভবের সংসারে শুধু খেলাময়
বিভোরে খেলছে পটুরা সেথায়
খেলে খেলে তারা কাটায় সময় ।


লেগে আছে খেলায় লেখক ,কবি
গায়ক ,অভিনেতা, শিল্পী অনুভবি
না পিছে রয়, রাজনেতা তারা সবি ।


ধর্মগুরু-কথাকার তার খেলাও প্রখর
নাচিয়ে মাতাল করে, নাচে সংসার ,
সাংবাদিক খেলছে মেতে খবরে তার ।


প্রকৃতির খেলা কত না মধুর তাল
সবুজে খেলে সে, মন করে মাতাল
ঝড়-বৃষ্টি-বন্যা ,আনে সে ভূঁচাল ।


জীবন যতো দিন আছে এ ধরায়
খেলতে হবে খেলা নিয়ম ধারায় ,
হারাজেতা সব একগণ্ডি সীমানায়
সাধ মোটে না, হেলা কর্মখেলায় ।


(০৯-০১-২০২২)