সুখ চিন্তায় জগৎ বিভোর
যোগাড় চলে নিত্য
পুকুর সেচে মাছ ধরেও
ভরে না মানব চিত্ত ।


কাদাখোঁচারা কাদা খোঁচে
বাঁচার জ্বালায় কত ,
তবুও সবার সুখ আসে না
জ্বালিয়ে তবু পিত্ত ।


বিপদ-আপদ মাথায় করে
পারের জন্য মাঝি ,
অতি কষ্টে দিন চলে তার
মেলে না ভাল রুজি ।


মূষিক কত, পর অনিষ্টে
সুখে আছে বেশ ,
চৌদিকেতে ছেয়ে রাজত্ব
মজার গণবেশ ।


কার ভাগ্যে কি যে লেখা
অজানা তার ভালা ,
ভব সংসারে এটুকু জানা
সব সুখসুখ খেলা ।


(২৬-০৭-২০২১)