জাদুগরের এ জাদু রূপে কালজয়ী
মঞ্চে আসে একধনী নামী ব্যবসায়ী ,
মিত্র সরকারী সাখী, বড়ো আমলা
শুরু হয় জাদুর মনলোভা খেলা ।


বণিক জানায়, দেশে অর্থ লাগাও
জনতার দুঃখ-কষ্ট-সমস্ত ভাগাও ,
এক দিলে পাঁচ সালে, দ্বিগুণ টাকা
গীতা ছুঁয়ে বলছি কথা-সত্য, পাকা ।
দেখ , সরকারী মন্ত্রী মঞ্চে হাজির
তিনি বড়ো সাক্ষী, মতি তাঁর স্থির ।


চলমান সরকার, ভোটে যায় হেরে
উদাহ আমলা ! বণিক বাড়ে ঝাড়ে ।
গরীবের শেষ সম্বল-- সাবাড় করে
ধূর্তরা ,লগ্নিকারির আমানত কাড়ে ।


(০৩-০৯-২০২১)