কিছু কথা, কিছু ভাব ,
তারা ভাসা ভাসা স্বভাব ;
লাগে স্বাদে মধুর, অধরা তায় -
কাজে মিথ্যা, আসে না চিন্তায় !


ভোটের আগে রাগিনী গায় -
নেতা কত আশা, মনে যোগায় !
বিনা মেঘে দেখায় রং ধনু -
বাঁশুরী শোনায় সেজে কানু ,
ভাঁওতা, সে ব্রহ্মাস্ত্র সারে -
প্রয়োগ করে মানব ’পরে ।


মাঝী সে চালাক চতুর -
ধাপ্পাবাজিতে পারে যদ্দুর ,
সভ্য নম্র হয়ে বিনয়ী -
চায় ভাঁওতায় যেন জয়ী ।
পারিতে নায়ে নেয় তুলে ,
নিমজ্জিত তরী গভীর জলে !


সে পটু কাটিতে সাঁতার
অন্যদের চিন্তা নেই তার ,
নিজে সাঁতরে ওঠে কূলে -
অন্যরা ডোবে জলে অতলে !
দেখায় সাথে বাঁচন মরণ
এ ধোঁকা-ভাঁওতা-আচরণ ।


(ইং-১৩-০৪-২০১৮) -বেঙ্গালুরু