জাদুগর, দর্শককে ভাবে বোকা ,
সে যা দেখাবে তাই হবে পাকা !
সামনে বসা- ওরা জ্ঞানে শিশু ,
সে ভাবনা-চিন্তায় ভাবে আশু ।


নেতা বলে, বদলাবে, সব-কাল ,
সেও ধরে জাদুগর মত চাল !
জাদুগর সত্য বলে, সত্য বুঝায় -
নেতা, মিথ্যা বলে, তথ্য লুকায় !


দুয়ের মাঝে মস্ত বড়ো ফারাক ,
সর্বদা জনতা, উভয়ে হতবাক !
জাদুর ভাষায় আসল- নকল -
দর্শক বোঝে, প্রতি পল-পল ।


জীবনের মুখ্য অতি দরকারী -
সেসব নিয়ে নেতার জাদুগরী !
ষড়যন্ত্রে , মানতে বাধ্য করায় ,
নেতা, আস্থায় ভরে মজ্জায় !!


(ইং-১০-০৯-২০১৮)