মূলে, মানব সে অমৃতের পুত্র
চুলচেরা বুদ্ধিতে খ্যাত একছত্র ।
আবার শতজ্বালায় পথ চলা
এ যেন জীবনে বাঁচার খেলা !


হস্পিটালে লম্বা-লম্বা কাতার
জলে ডোবে- জেনে ও সাঁতার ।
শান্তিতে, পাশে পোষে অরী
জীবন-যন্ত্রণা সে কোটকাছারি ।
পর ঘর্মের সুফল পেতে
স্বয়ং জড়ায় মরণ ফাঁদে !


মালাটিপে কমে না ক্ষোভ
ভাগ্যরে সদা দোষারোপ ।
কুয়াশায় ঘেরা সাধের জীবন
আকাশ পানে ভাবুক মন ।


দেখে কাননে সুগন্ধি ফুল
ভালোবেসে মন গলে অতুল ,
দর্শন, স্বাধীনমনা উড়ো পাখী
ভেবে ভেবে- মানব হয় সুখী ।


(ইং-১৬-১১-১৯ )