সে সন্ন্যাসী, উন্নত মস্তক ,
বৃহৎ হৃদয়ী, যুগ পরিবর্তক ।
মুখ্য ধ্যেয় উত্থানে স্বদেশ ,
উৎপাটনে জাতিগত বিদ্বেষ ।


শুধু চলা, অবিশ্রাম জীবন ,
কর্মপ্রচেষ্টায় অনন্ত লগন ।
অজানা আহার নিদ্রা- ভয়
বাঞ্ছা দুর্নীতি-হীনতার ক্ষয় ।


চাই, দেশহিতে সেরা-বীর
হ’বে বলীয়ান, উন্নত শির ।
সহ্যতে, অসহ্য যুগ যন্ত্রণা -
ত্যাগেন ভোগ, শূন্য কামনা।


নিঃস্ব কড়িতে, দৃঢ় চেতনে !
কাজে সাধক , দেশ উত্থানে ।
স্মরণ আদরে, চরণে নমন ,
এসো হে সন্ন্যাসী, পুনঃ ভূবন ।


(ইং-১২-০১-২০১৯)
*-আজ- (ইং-১২-০১-১৮৬৩) স্বামী বিবেকানন্দের শুভজন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ।