হাতে মস্তবড়ো ডিগ্রি, মনে আত্মবল ও বেশ ,
ঠোঁটের আগায় রপ্ত উত্তর, জমজমাট অশেষ ।
সাক্ষাতে তবু বিপদ হানে- প্রতিটা দপ্তর দ্বারে ,
আমি নাকি অকর্মা, বুদ্ধিহীন, কাজের সংসারে ।


তারা করিল আমায় প্রশ্ন, অর্থ,- যোগ-বিয়োগ ,
বলি উত্তর, পরম্পরাগত নিয়মে করে উপযোগ ।
এখানেই খাই মাত্ ! ওরা বলে, ঠিক নয় বাত্ ,
নিজস্বামীত্ব দপ্তরে অগাধ পাই অন্তরে আঘাত !


ভুল ভাঙে, পাই সাড়া, স্পষ্ট বলে তারা- সার ,
“চাকরিতে প্রাপ্য বেতনে কত চাও বিয়োগে ছাড় !
কাজের ন্যায্য সময়ে প্রতিদিন করিব আরো যোগ ,
কানুন, নিয়মে, যদিও অন্যায়, চলবে না বিয়োগ ।
ছুটি, মানো কম, না-কে বরাবর, এটা জেন সুখবর ,
করবে বিয়োগ পাওনা ছুটি, সুজবুঝ তোমার উপর” ।


(ইং-১২-১০-২০১৯)
*-সুজবুঝ > বিবেচনা, জ্ঞান ।