পাশাপাশি ,এক স্থানে বিরাজে
দুই বিপরীতমুখী বিচার ,
দু’শিশির গায়ে লেখা, মধু ও বিষ
ধর্মে- দুর্দম্য গুণাচার ।
জীবনে আস্বাদ- স্বাদে কর্মাচারে
অভিজ্ঞ কত হাড়ে হাড়ে ,
কর্মক্ষেত্রে হয় বুদ্ধিমানের পরীক্ষা
আত্মসাতে কোনটা ধরে ।


ভুখার ক্ষুধাজ্বালা, অতৃপ্ত তিতিক্ষা ।
যদি বা হয়- বদ্ধপাগল
ভুলে বা ইচ্ছা করে দেয় না ঝাপ
সামনে, প্রজ্জ্বলিত অনল ।
মনের কি ইচ্ছা, সময়ে প্রতিফলন
মধু রেখে পান- বিষ !
এর উত্তর- হদিশ কেহ পায় নাই ,
জানেন শুধু জগদীশ ।


(১৭-১২-২০২০)