মানবের জ্ঞানে , মিলাবটি সে শত্রু ,
রূপ দেখে সভয়ে- কোঁচকায় ভ্রূ !
রাত দিন কাজ, ক্ষুধা কি ভাবে মেটে ,
বাঁচার মূল বিষয় চাহিদা যে পেটে ।


খাদ্য হলে ভেজালযুক্ত নিস্তার নাই !
দুধ-ঘি, তেল-জল, সব তাতে পাই ।
এমন খাদ্য কৈ ? বিষাক্ততা নয় ,
তীব্র মিলাবটে শরীর মন ক্ষয় ।


জ্ঞানেবিজ্ঞানে মাথা সুষ্ঠু কাজ করে ,
নিজ সর্বনাশে কেন, ভোগান্তি জ্বরে ?
শত্রু রক্ষায় প্রাণ যায় দুর্গম সীমানায়
এসিতে ভেজালদাররা সুখ-নিদ্রায় !
এমত বর্গ বৈসম্য ঘোঁচে না কালে
চারিদিক দেখি ভরা ছলনার জালে !


(ই-২২-০৭-২০১৯)
*-সরকারী অনুসন্ধানে, মধ্য প্রদেশে ব্যাপক দুধে ৬৮% মিলাবট পাওয়া গেছে, ঘি ও শুদ্ধ নয় !
সূত্র > “হিন্দী দৈনিক পত্রিকা”- ২২-০৭-২০১৯, ভোপাল ।