পশুঘর, খাঁচায় পোরা বিষধর -
খুঙ্খার হায়েনা, ব্যাঘ্র, সিংহ, ভরমার ,
ওরা বন্য, পোষ নামানা জানোয়ার ;
হিংসা ঘৃণা হত্যা লুট, কণ্ঠহার !
মানবতার বিন্দুমাত্র নেই বিচার ,
জীবনে বহে, অশুভ সমাচার !


যতই দাও আদরে সুস্বাদু খাবার ,
প্রয়োজনে খাবে উদর ভরে সববার ৷
ভেব না ? সময়ে পোষ মেনেছে !
দাঁত-নখ, তীক্ষ্ণ ! তৈরি রেখেছে ৷
সুযোগে, ছোবল সে মারবেই ,
যতোসুখে রাখো ,তার আদত সেই !


দয়াতে দিলে তারে ছাড় -
চিবিয়ে খাবে রক্ত-মাংস হাড় !
স্বাধীন ভাবে ঘুরে বেড়ায় -
অকারণে শান্তরে জ্বালায় ,
ধরাপড়ে কতনা কাতরায় -
অমনি মহারাজা হয়- ছাড়ায় !


প্রাকৃতিক দুর্যোগে যাচ্ছিল মরে ,
আনলে বাঁচিয়ে আদর করে -
কক্ষনো হবার নয় সে প্রিয় ,
তোমাকেই করিবে প্রতিবার হেয় !


প্রমান ? আজ অনন্তনাগ পথে -
নিরীহ তীর্থযাত্রীদের সাথে ,
একী ! অমানুষিক, নির্মম ব্যবহার ?
তারা পশুর অধম ! সবপ্রকার !!


(ইং১০-০৭-২০১৭)
(ইং১০-০৭-২০১৭)- সোমবার-রাত,-৮-২০-মিঃ-এ জম্মু-কাশ্মীরে উগ্রবাদীরা, তীর্থযাত্রীদের উপর গুলি চালায় ,সাত জন মৃত ( পাঁচ জন মহিলা ) বার জন ঘায়েল ( তিন জন সেনা) ৷ সাল-২০০০-এ , তিরিশ জনকে এভাবে হত্যা করে ৷ সকলের প্রতি বিনম্র সমবেদনা জানাই ৷
(খুঙ্খার > ভয়ংকর , হিন্দী শব্দ ৷)