সে কলেবর, বিস্তর প্রসারিত  
সীমাহীন ঐ সাগর ,
অসম্ভব জানা বাহির-ভিতর
তার অনন্ত খবরা-খবর !
আজ প্রদূষণে জর্জর সিন্ধু -
নিরাপদ নয় বারিধি ,
পূর্ণ হানীকারক বিষাক্ত বর্জ্যে
বিজড়িত তার পরিধি ।


চিন্তা শূন্য মানুষ, জ্ঞান হারা
অনাচার দেখি কাজে ,
জ্ঞানে ভরা বিদ্যা, সাগরসম
আচরণ ! ঘৃণ্য- বাজে ।
জ্ঞান জগৎ আজ দূষণে ভরা
পাটা যেন মসী-মলিন  ,
মুমূর্ষু জ্ঞানবাণী, ব্যাপক ধরা
বাঁধাপড়ে উন্নতি ক্ষীণ ।


অকুত অর্থব্যয়,এ জ্ঞান লাভে -
সময় ও বহে মেলা ,
সমস্যা সমূলে, নির্মূলি করণ
প্রতি কাজে অবহেলা ।
কি করে বাঁচিবে মানুষ-ত্রাণে
উদাহ হলে শুভজ্ঞান ,
দূষিত জ্ঞান পাহাড় পরিমাণে
সজাগতা হয় যে ম্লান !

(ইং-১৪-১০-২০১৮)