রাস্তার চৌমাথায় নয় কয়টা                    
রঙিন বোর্ডে সর্বত্র যেন পাটা ,                    
বহু, রাষ্ট্রীয় রাজ পথ                                                                      
যেন বিজ্ঞাপনের জয় রথ ৷                      
প্রভাতে বিজ্ঞাপন                      
জীবনের সাথী                          
সুস্বাগত তাহা যেন                    
আহার নিদ্রা ভাতি ৷                  
অজস্র বিজ্ঞাপনে                          
মানুষ দিশা হারা
যে যেখানে থাক না কেন
সমূলে দেয় নাড়া ,                      
বাস্তবে বিজ্ঞাপন                        
স্বস্বাগত নহে তার আগমন              
মনুষ্য আধারিত এর অবতরন          
আমরা করি ভরণ-পোষণ !      
শহর, কস্বা, গ্রাম,                            
অজ পাড়া গাঁয়ে                        
সবার মন যেন                            
বিজ্ঞাপন ভায়ে ,                          
রেডিও, টি,ভী,পত্রিকা আদি            
সকলে যেন চায় সুসংস্কৃতি ,          
তবু যেন রয়েছে   
কোখাও কোন মহা বিকৃতি ৷
  
প্রতিযোগিতায় নেমেছে আজ        
সাথে নিয়ে বিধ্বংস বাজ
করিছে তারা একছত্র রাজ ,
বিজ্ঞাপন বাজারে প্রতিষ্ঠা লভিতে
অর্থের মহা খেলা
একে অপরকে নীচে টানিতে
মিটায় গায়ের জ্বালা !
আপন শক্তি দেখাতে বেশি
অর্থ ঢালে রাশি-রাশি
প্রচারে-প্রসারে জুড়ে বিজ্ঞাপন ,
অনুতাপ আসে না
ক্ষয়ে অতি ধন ৷


সম্মোহিত জনতারে
বিদ্ধ করে বিজ্ঞাপন তার তীরে
বিজ্ঞাপন দাতা শুধু
কল নাড়ে ভিড়ে ৷
যেখানে আদর্শের অগ্রগতি
সেখানেই তার মূঢ় মতি ,
মুমূর্ষু কে নিয়ে চলে প্রচার
ধর্মের নাই বাচ বিচার
চেহারা ধূমিল সেরে
মায়া জালে বিজ্ঞাপন
সমস্ত সসাগরা ভরে ৷


জনম হতে মরণ অবধি
তার গ্রাসে সমস্ত পরিধি
পদ-নখ থেকে মস্তক কেশ
বিজ্ঞাপনে ভরে আছে            
অতি অশেষ ৷
ব্যবহার্য দ্রব্যে নিত্য করে স্নান
সকলে বাঁচায় যেন নিজ মান ,
জনতা করে, থেকে থেকে
নিজ আশা ভরপুর পুরণ ;
উপায় হীন বাঁচা হেথা
যেন বিজ্ঞাপন বিনে জীবন বৃথা ,
বিজ্ঞাপন না করে স্মরণ !
মূল্য হীনে ভরেছে মূল্য                          
নকলে এনেছে আসলের তুল্য,          
জহুরীর এখন জহর চিনিতে                      
রাত দিন হয় মাথা ঘামাতে,            
দিচ্ছে অসীম ধ্যান                  
সময়-অসয় যাচ্ছে ভেষে              
বিজ্ঞাপনে কান ৷                    
বিজ্ঞাপনে বিবেক বুদ্ধির              
নেই কো বিশেষ দাম  
বিজ্ঞাপন তাই নিজেই বহে
নিজের সুনাম ৷
                                        
এমনি করে চলে সংসার রচনা            
চতুর্দিকে বিজ্ঞাপন পাঠায় সূচনা,          
ধর্ম,শাসন,সমাজ,ক্রীড়া-প্রাঙ্গন            
একাধিকার ছত্র ভরে বিজ্ঞাপন ৷        
স্কুল,কলেজ,উদ্যান-চত্তর                
বিজ্ঞাপনে বাজার দখলে বিস্তর ,          
পরিণত হোক পণ্যে ভরা হাট            
কঙ্কালে উদয় হোক রাজার ঠাট !          
মরুতে আসুক জলের গতি               
অসাড় হয়ে থাক শুদ্ধ মতি              
চিন্তা ভাবনায় লাগুক তালা              
বিজ্ঞাপনে হোক কান ঝালাপালা!  
                                                                              
বিজ্ঞাপন চায় চমকাতে                  
ক্লোরোফর্মে যেন বেহুঁশ করিতে ,  
ইচ্ছে মত চির-ফাড় কর
ছলনা করে গ্রাহক ধর !
বিজ্ঞাপন যে নাছোড় বান্দা
প্রচারে পায় শক্তি জাদা ,
বিজোড় এর ধান্ধা
হোক না কেন মন্দা !
শিশুর কোমল মনটি নিয়ে
খেলিছে ছিনিমিনি
বিজ্ঞাপনে যে করে বসে
অবুঝ মনের হানি ৷
গণতন্ত্রে জনতার উপর
বিজ্ঞাপনের দখল
উপরি উপরি মনে হয়
অতি বড়ো সরল,
বাস্তবে তা সত্য নয়
ভিতরে মহা গরল
বিজ্ঞাপনের ঝালাপালায়
ধারা প্রবাহ শুনে
এলো-মেলো চিন্তায় যেন
ফাটল ধরে মনে ৷
কার উপরে আস্তা রাখিবে
কার উপরে টান      
সময়  কালে মতি যেন  
ভঙ্গুর খান-খান ৷  
                                                                    
সহজ সরল ধর্ম ছিল           
এতদিন পড়ে             
বিজ্ঞাপন যে এসে বসেছে               
সমস্ত আসন জুড়ে ৷                                  
বিজ্ঞাপনে ধর্মের ব্যাখ্যা
নানা মহিমায় দিয়ে আখ্যা                        
বিজ্ঞাপন আজ রাজ করিছে          
আপন মত করে                                          
ধর্ম রেখেছে ঘিরে ৷                                  
একই কথা কত কল্পনায়                            
প্রচারে আবার বাহার
ধ্বনিত তাহা শত সহস্র বার          
রং-রূপ ধ্বনির বর্ণন,               
মোহবশ মনকে করিছে হরণ           
সর্ব কাজে আজ বিজ্ঞাপন ন্যস্ত        
সমাজ আছে কর্মে ব্যস্ত ;                                                                                                   
কর্ণধর রূপে কার্যে মাতে ,              
দক্ষ বিজ্ঞাপন ;                  
নিজের মত সমাজ গড়িতে                    
ছলনা তার প্রবল গতিতে                          
একটাই হল মহা পণ ,
আকড়ে ধরো দিয়ে মন ৷                  
ভাবনার ঘরে দিয়ে দখল                          
সেজে আছে মহা খল !                                
গুণী-জ্ঞানী সবাই যেন
বিজ্ঞাপনে নত
হাওয়াই বাজি দেখিছে হেন                  
জড়বৎ মত ৷
বিজ্ঞাপন তার স্বরূপ দেখিয়ে
কদম তালে তাল মিলিয়ে
সময়ের সাথে সাথী হয়ে
বিজ্ঞাপন যেন নৌকা বেয়ে
যাত্রি করিছে পার,
জীবন যাত্রার এটাই পারাপার ৷


প্রচার জোরে বিজ্ঞাপন ঘোরে,
ঘুরছি বুঝি সবাই
খাচ্ছি খাবি ঘূর্ণী জলে
বাঁচার তরে করে লড়াই;
ভাবনায় ডুবে গভীর অতলে                                                                                     
ডুবছি যেন সাগর জলে
ফেরার রাস্তা নাই ,
নিস্তেজ আজ ধমনী গুলো
হৃদয় মনে হতাশ তাই ৷          
স্বপন ঘোরে যা কিছু পাই
করে নিতে চাই আপন ,
মোহ ভাঙিলে সামনে দেখি
স্বপন যে নয়, বিজ্ঞাপন !
(ইং-০৪-০১-২০১৬-সোমবার)
আমার অন্য কবিতাগুগলসার্চ Jiggasa.in