দামাল হাওয়ায় পাতিয়া কান          
কতো যে শুনি মধুর গান ,        
দু’নয়ন ভরে দেখি যা সকলি        
আপন করে, করি মিতালী ৷          
আমি যাযাবর, পথ হারা প্রাণী ,
আমি ছন্দে কথা শুনি ৷
                                            
আমি ভাদুরে জল হীন মেঘ          
শূন্যে বিরাজী স্থিরবেগ ,          
আমি নিঃস্ব স্বজন হারা         
গুঞ্জরিছে হৃদয় ভোমরা ,  
কি যেন খুঁজিছে পাগলপারা-  
মন উচাটন দিশে হারা ,
একূল ওকূল ভেবে সারা ;
চিন্তা সাগরে ধরি পাল খানি
আমি ছন্দে কথা শুনি ৷


দিগন্ত যেথায় সীমা মেলে
উড়ি, ধরিতে পাখা খুলে
কতো অজানা পাড়ি দিয়ে
উত্তেজনার আভাস নিয়ে ৷
সবার যেন আমি ঋণী ,                                    
আমি ছন্দে কথা শুনি ৷


গভীর আঁধারে দেখি উজালা-
কতো বিস্ময়ের হাট যে খোলা ,
কতো রকমের অবুঝ খেলা
অজস্র বেদনা ভরা যে মেলা !
দুঃখের পরশ কোলে টানি ;
আমি ছন্দে কথা শুনি ৷


স্নিগ্ধ শীতল ঊষার আলো
কতো যে খবর বহিছে ভাল
মলয় পবন এই বোঝাল-
নির্ভয়ে সবে নয়ন মেল ,
মুক্ত কর কপাট খানি
আমি ছন্দে কথা শুনি ৷
(ইং.১৮.০২.২০১৬.বৃহস্পতিবার)