ধরণীতে পতিত পাবনী বিরাজে গঙ্গা মা ,
গঙ্গার সাথে কারও চলে না উপমা ;
স্বর্গ হতে আনে ভগীরথ এ নদী
অতি পবিত্র এ নদী আজ অব্দি ,
ভাগীরথী নামে ধন্যা গঙ্গামাতা
শুরুতে স্বচ্ছ সলিলা খরস্রোতা ৷


আস্থায় বিশ্বাস যার যেমন
নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী,
এসব নদীও পবিত্র গঙ্গার মতন ,
বহুতরে মান্যতা দেয় বরাবরি ৷


তবে শূন্য সম্বল ঘনালে কাল
কেহ কী মানে মনেতে ছল
ধর্ম কাজ করিতে সফল ?
কাজ সারা হয়, যে কোন জল ,
পথ বেছে নেয়, যা মেলে সরল
এ নিয়ে মচে না কোন কোলাহল !


রুটির দেশে ভাত না পেলে
পেটের ক্ষুধা, ভীষণ জ্বলে
ভিজিয়ে চিড়ে, গুড় গুলে ,
গলায় ফেলে, খাই গিলে !


যে দেশে নাই বাংলা ভাষা
অন্য ভাষায় মেটাই আশা ,
ছ’টা ঋতু নাই বা পেলে
সেথায় তবু দিন চলে ,
যদি না মেলে পাসের ডাক্তার
হাতুড়ে ধরি, দরকার তার ৷


যেথা, পাহাড়-পর্বত বা মরুর দেশ
সেথা, প্রাণ ত্যাগে কেহ হলে শেষ ,
না করিয়া ক্ষোভ বিদ্বেষ ;
সংস্কারের শেষকৃত্য
শুদ্ধ রাখিয়া চিত্ত ,
সব আদরে সারি বেশ ৷


ভেবে মরি না কোথায় গঙ্গা ,
ওরা কী গোলক পায় না ?
(ইং-১৬-০৩-২০১৬-বুধবার)