জলে বাস, নয় কুমীরে বৈরী,          
জলঝড় থেকে না হলে তৈরি-          
মাথার উপর গড়াবে জল              
ফল যে ফলে অতি কুফল !
          
কুয়ো পুকুর নল-জল
শুদ্ধ পেতে পানীয় জল ,          
দূষিত হলে মহা আপদ  
সবেতে চাই হোক নিরাপদ ৷
          
কুকুরের বিষে মহা বিপদ ,          
ধরে শেষে, জলাতঙ্ক রোগ-                  
নাকের জলে চোখের জলে            
ঘটায় বড়ো দুর্ভোগ !
                
অশেষ দুঃখ যখন আসে                
চোখের জলে তখন ভাসে,                
জলতরঙ্গের সুর শুনে              
থাকে অনেকে মহাধুণে ৷
                  
গুরু বুঝায় শিষ্যকে                
জলের মত করে ,                  
অঞ্জলিপুটে জল নিয়ে              
জল তর্পণ সারে ৷  
              
ক্ষেতে আর জল ধরে না            
জলকাটা যে ফাটল ,                
জলচৌকিতে বসিতে গেলে              
পাবে নাকো হাতল ৷
              
কাজে-কর্মে করে বসে              
অনেক জল ঘোলা ;              
জলকেলিটা আবার হয়              
জলে নেমে খেলা ৷


গ্রীষ্মকালে সকলকে ধরে
অতি জল তেষ্টা ,
নির্জলা উপোষ রাখিতে যে হয়
পেতে গেলে কেষ্টা ৷

(ইং-09-01-2016)
এখানে জলের শ্লেষ , বক্রোক্তি.