প্রত্যুষে সারে গেরস্ত ঘরে            
জলপান আর জলখাওয়া ,
জলপানি হয় দান স্বরূপ          
পড়ুয়ার প্রাপ্য পাওয়া ৷    
কষ্টের ধন কখনো হয়        
জলে ফেলে দেওয়া ,
অসৎ কৃত্য করিতে যেয়ে
ডুবে-ডুবে জল খাওয়া !
মতিভ্রম হলে পরে
ঘাটে-ঘাটে জল খাওয়া ;
গঙ্গাসাগরে অনেকে সারে            
গঙ্গা জলে নাওয়া ৷
  
দিঘা,পুরীতে অনেকে আবার  
বদল করে জলহাওয়া ;
অনেকের হয় বড়ো বাতিক
জলাভিসারে যাওয়া ৷
জল দানে অনেক সময়
বাঁচে তেষ্টার জান
রোগ ভাগাতে জলপড়া দেয়
যদি বাঁচে রুগীর প্রাণ ?


জলঘাটা কাজটি করে
দক্ষ গুপ্তচরে
গভীর জলের মাছ
ঢেকে রাখে তার রাজ !
দাম আসে না চাষির ঘরে
ফসল বেচে জলের দরে ,
গরীব বাঁচে নুনে জলে
অভাব যে তার চরম ,
জল হয় না গরম -
কাচার সোডা জোটে না তাই
জল কাচাটা যে নিয়ম !


গবাদি পশুকে দেখানো জল
উপায়টি মোটে না আসল
তাকে, জল খাওয়ানো চাই
এখানে মানেটা দাঁড়ায়, তাই ৷
অনেকে আবার তেলে জলে
খুব যে থাকে ভাল ,
অথৈ জলে পড়ে আবার
মুখটি করে কালো ৷


জলজ উদ্ভিদ জলেতে থাকে
জলচর থাকে সাথে,
কৃপণ শুধু পয়সা জোড়ে
জল গলে না হাতে ৷
জল দোষ বুঝিতে হয়
কোষ বৃদ্ধি রোগ ,
জল জ্যান্ত কথার মানে
গোজামিলের সংযোগ ;
মরণকালে যে পায় মুখে জল
শাস্ত্রমতে তাকে বলে,
জল জোটা ওঁর, পুণ্যফল !
            (শেষ)
    (ইং-০৯-০১-২০১৬-শনিবার)
এখানে জল নিয়ে শ্লেষ,বক্রোক্তি করা৷