বর শহুরে
বিয়ে করে ,
বর কণে
যাত্রী যানে-
গরুর গাড়ী !
ফেরতা বাড়ি ,
বর বাহন
এটাই সাধন ৷
দুর্ভোগ নির্ঘাত ,
শূন্য যাতায়াত !


রাস্তা কাদা
উপায় মদ্দা
গরুর গাড়ী
দেবে পাড়ি ,
সমস্ত পথ
যাত্রীরা শপথ
গাড়ী চড়ে
ফিরবে ঘরে  ৷
রং সাদা-
রোগা বেঁড়ে
গরুর ঘাড়ে,
জোয়াল বাঁধা ৷


হেঁচকা টানে
কুক্ষণে
উঠল নড়ে,
বেজায় জোরে !
বর-কণে
প্রাণ পণে ,
জড়িয়ে ধরে
একে অপরে
উবড় - খাবড়
বড্ডো নাচায় ,
প্রাণ বুঝি যায় !


মরচে পড়া
চাকা জোড়া
ক্যাঁচ কুচ
সচমুচ
শব্দ করে
চাকা ঘোরে !  (ক্রমশঃ)
(ইং-22-09-2015)
সচমুচ,(হিন্দি শব্দ),বাং-সত্যি-সত্যি .