বন্ধু, তোমার বড়ো সুদিন তাই না ?                  
অভাব যে কি তার কিছুই নেই জানা !                
সব, তুচ্ছ ভাবা যে তোমার ধরণ                            
ভোগকে তুমি করিয়াছ চিরতরে বরণ ৷
  
একবার ভাব, তুমি বেকার ?   
ঘরে আছে অন্নের হাহাকার !   
আর্ত ভাই-ভগিনী,রুগ্ন মা-   
বুকে অশেষ দুঃখ আছে জমা ,   
কাকে জানাবে তব বেদনা ?   
উপকারে সবে করিয়াছে মানা !
  
যদি ও এখন তোমার হিতোপদেশ
অকাট্য সত্য যুক্তি তর্কের সমাবেশ ,   
যদিও বাণী শাশ্বত সম ধ্রুবতারা                        
তবুও আমার কাছে ব্যঙ্গে ভরা !  
                    
তোমার হৃদয় তন্ত্রে তক্ষণি বাজিবে                    
বন্ধু? যে দিন আমার স্তরে আসিবে !                  
অনুভূতিটা কঠোর অনুভবে আসে-                    
উপদেশে নয়, কষ্টকে ভালবেশে !                  
        (ইং-০২-০১-২০১৬-শনিবার)