যেখানে সেখানে দেখি মশা
গায়েতে যখন বসে তারা ,
শেষ হয় না রক্ত চোষা
অসহ্য জ্বালা যায় না পারা !
কী করি তখন আশা ?
দু’টো হাতে এক থাপ্পড়ে
ধরে তাকে মেরে
কাম তমাম করি খাসা !
এভাবে মারি মশা ৷
নিজেকে ভাবি বাহাদুর-
মশা মেরেছি ভরপুর !
চালিয়ে তীর সাজি বীর-
হেথায় চির উন্নত রাখি শিরঃ !


যখন জনভিড়ে দেখি মশা
সেথায় ভয়ে সারি রং-তামাশা ,
ওরা অতি ভয়ংকর-
ধরিলে জীবন করে সাবাড় !
নয় ম্যালেরীয়া বা ডেঁঙ্গু-
জীবন করে একেবারে পঙ্গু !
ওরা যে সামাজের মশা
খুশ মেজাজে রয় হামেশা ;


ভাঙিতে পারে শক্ত হাড়-
শব্দ করে মড়মড় !
সম্মুখ সমরে বুক করে ধরফড়
ভিত যে আমার বড়ো নড়বড় ৷
মনে ধরে সব ছেড়ে পালাই-
এতেই মোর ভালাই !


ঘরে এসে হাঁফ ছাড়ি
দরজা জানলা বন্ধ করি ,
কোথাও থাকিলে খোলা
বাঁচিব কী এবেলা ?
এ মশা থামার নয়-
এরা পায় না ভয় ,
ডেকে আনে প্রলয়-
তারা চায় প্রচণ্ড জয় !
(ইং-০৪-০৩-২০১৬-শুক্রবার)