বটবৃক্ষের ক্ষুদ্র বীজ, তাহা সরিসা সম
কী বিশাল কায়া ! লুকায়িত সেথা অদম্য ৷
হস্তমুঠি পাঁচটি আঙুল যে মাত্র ,
গড়ে, মহা শক্তি করিলে একত্র ৷
ক্ষুদ্র ঝর্না ধারায় বাঁধিলে বাঁধ
কত যে জলশক্তি সেথা ধরে অগাধ !


এক এক ঢেউ বারংবার ,
কূল করে আঘাতে আঘাতে ছারখার ;
তার গতি ও কর্মের ফাঁকে ফাঁকে
কত না নগর দেশ ভাসিয়ে, প্রলয় ডাকে !
এক এক ফোঁটা ঝরা শিশেরে
কত রকমের ফসলে না ভরে ,
ধরণীর ক্ষেতে-ক্ষেতে, ভরা মাঘ-পৌষে ;
বিছায় ঘাসে, ধবল চাদর যেন প্রতি প্রত্যুষে ৷


ছোট-ছোট শব্দে পাতা জুড়ে
পুস্তকে ভরে থরে থরে ,
এক এক বাণী আর উপদেশে
সাগর সম সমাবেশে ;
মহাকল্লোল সেথায় বাঁধা পড়ে !


ছোট ছোট নব কলিকা ধরে ,
আম্র মুকুলে শোভে, অতি বাহারে ;
ছোট ছোট আশার আলো দানা বেঁধে ,
জীবন বহে তৃপ্তসুখে-আহ্লাদে মনের সাধে ৷


এক-এক অতিক্ষুদ্র স্ফুলিঙ্গ
প্রজ্জ্বলিত কর্মে যদি, হয় সে নিমগ্ন ;
ঘেরিয়া সমস্ত বনাঞ্চল-
সৃষ্টি করে স্বরূপে, মহা দাবানল !
(ইং-01-08-2016)