পঁচিশে নভেম্বর দু’হাজার ষোল, মহাপ্রয়াণ অমর বীর ;
দীক্ষিত মার্ক্সবাদে, যেন তার গান্ডীব ও দুর্ভেদ্য তীর ৷
নিছক ছিল না তাঁর নিজ নামের উচ্ছ্বাস
শুধু মানব কল্যানে যার প্রগাঢ় বিশ্বাস ,
দূষিত, বিষাক্ত যেখানে যতো বাতাস -
জীবনে প্রবাহ আনে সেথায় সুবাস ৷
আজনম যারা কাটায়, সাথে নিয়ে হা-হুতাশ ,
দিতে চায় সুখের তরে কেবলি আশ্বাস ৷


জ্যোতিষ্কসম যার নিষ্কলঙ্ক উদয়-
সে কিনা রাখিয়া গেল যোগ্যের পরিচয় ,
সামান্য দেশ সাধারণ পরিবার থেকে
একই মন্ত্র মার্ক্সবাদ শিখে ৷


যে কিনা পদে-পদে মৃত্যু উপেক্ষা করে
কাঁটার যন্ত্রণা মাড়িয়ে সবার অগ্রে ,
সুপথ বেছে নিয়ে
ক্রুর সাম্রাজ্যবাদ পদতলে দলিয়ে ;
হে বীর পুরুষসিংহ, শঙ্খ বাজিয়ে
বিশ্ব মাঝে বিরাজো আজ সবার হিয়ে ৷
চলে, কষ্টের তৈরী তব পথ
তুমি দিয়াছ আনি সাম্যবাদের রথ!

হে সাম্যবাদী বীর, তুমি চিরস্মরণীয় -
তুমি করিয়াছ প্রকৃত বিশ্বের করণীয় ৷
ভূবনে ভরুক তব দেওয়া সাম্যবাদ অস্ত্র ,
দুঃখীর হৃদয়ে অমর থাক, ফিদেল কাস্ত্রো!কাস্ত্রো!!
(ইং-26-11-2016)
(পঁচিশে নভেম্বর দু’হাজার ষোল ফিদেল কাস্ত্রের মহাপ্রয়াণে
শ্রদ্ধা নিবেদন )