লাগে না বাজনা তাল ,
রাখিতে হয় ছন্দের কিছু খেয়াল ;
তাও হয়ে গোজামিল -
যদি করোর মনেতে না ধরে অশ্লীল ৷


বিনা সুরে কবিতার পথ ধরে ,
কবিতা সাড়া যদি দেয় মনের পরে ;
কবিতার আসন মানব অন্তঃ পুরে ,
কবিতা বিরাজে হৃদয় জুড়ে ৷


কবিতা সর্বক্ষণ সর্বস্থান ,
সহজ সরল তার যে উত্থান ;
চলায় আইল পথে একা বা সাথে
মুটে মোট বয় তার মাথে ;
যে চাষ করে ধরিয়া লাঙলের মুঠে ,
যে কাস্তে নিয়ে ধান কাটে -
কবিতায় যদি তার সময় কাটে
কাজে উৎসাহে অনেক আশা মেটে ৷


তাইতো কবিতা তেতোরে করে মধু ,
টক্ ঝালে পান্তা করে অতি সুস্বাদু !


(ইং-15-04-2016)