বনের মোরগ পড়ে বেঘোরে ,
পৌঁছাল এক দিন সে মস্তবড়ো শহরে ;
দেখে কতো যে অবাক কাণ্ড ,
ভরিয়া গগন চুম্বি অট্টালিকা প্রকাণ্ড প্রকাণ্ড !


মনেতে করে বসে মহা প্রতিজ্ঞা ,
মানিবে না আর কোন নিষেধ আজ্ঞা ;
যেমনি করে যে ভাবে হোক ?
আসুখ না কেন বিপদ অমোঘ !
তার বড়ো সাধ যাইতে উপরে ,
কী আছে ঐ অট্টালিকা ঘরে ?
সাথে পোষে নানা বড়ো আশা ,
সেথায় সে বাঁধিবে অবশ্য তার বাসা ৷


পঙ্খ মেলি ওড়ে আকাশ পানে ,
লাগায় যত বল ধরে তার জানে !
বার-বার যায় ভূতলে সে পড়ে ,
সব আশা তার যায় বুঝি ঝরে ৷


এক দিন রাতের বেলায়-
সর্বোচ্চ শীততাপ নিয়ন্ত্রণ কামরায় ,
মোরগ পৌঁছায় অবশেষে ;
থালায়-থালায় ! চিকেন-টোষ্ট বেশে !!


(ইং-10-04-2016)