শুনেছি, চোর ডাকাত বন্দী- প্রচুর -
কত প্রাণী বন্দী রয় হামেশা ভরপুর ;    
প্রেমে বন্দী- চলে না, অজুহাত আর ফন্দি ,
রেলে বে-টিকিট যাত্রী, ওরা যে বেঘোরে বন্দী ৷
শুনিনি কখনো এ হেন ফাঁস,-নোট বন্দী ,
ত্রাহী-ত্রাহী রব চারিদিকে ছায় -
লোকে ফাঁদে পড়ে কাঁদে যাতনায় ,
দেশ মাঝ, চারিদিকে আজ- মহামন্দি !
গরীব বেচারা যুদ্ধেতে হল প্রতিদ্বন্দ্বী ৷


বিশ্বে বিশাল জনবহুল ভারত দেশ-
চাহিদায় যে নোটের দরকার অশেষ ;
কর্মক্ষয় দেখা দেয় সময়,- দুয়ারে আসি ,
নীরো এককোণে একধ্যানে বাজায় বাঁশি !


আইনের উদার সহিষ্ণু সিদ্ধান্ত -
দোষিকে করিও না কক্ষনো অন্ত ,
এক সৎ এর বাঁচার তরে -
দলের অপর অসৎ দাও ছেড়ে ৷
এখানে চাকা ঘোরে উল্টা-
কত সৎ গত হয় , পোহায়ে ঝালটা ৷
নোট বন্দীর নবনব আইনে -
কত যে অন্ত, দাঁড়িয়ে লাইনে লাইনে !


আর কত কাল এমনি বেহাল -
উপোষে কাটিবে না পেয়ে জল ;
কত দিন নেবে---বন্দী মানিয়ে ,
হে প্রভু,দিও কখনো জানিয়ে !!
(ইং-01-12-2016)