গণ্ডাহুর থেকে ব্যাঙ্ক পাখানজোর -
দূরত্ব এককুড়ি কিমি রাস্তা বড়োজোর ,
বন্ধুর পথে  খটারা বাস -
ঠেসা-ঠেসিতে যেন ওঠে নাভিশ্বাস !
দাঁড়িয়ে চলে মা ও মেয়ে -
শীতে ঘেমে যেন ওঠছে নেয়ে ,
যেন, ডাক পড়েছে যমের দুয়ারে -
ভরা বাসে তাই চড়িয়াছে ভোরে !                


মা পারে না পড়িতে কিছু -
মেয়ে ছাড়ে না মায়ের পিছু ,
মাত্র পাঁচশত একটাই নোট -
লক্ষ্মীর ঘটে জমা ছিল মোট !
দু’জনে কাজ কামাই করে ,
রওনা দিয়েছে পাখাজোরে ৷


প্রত্যুষে ব্যাঙ্কে দেবে ধরণা -
তাই ভুলেছে সব যাতনা ,
আজও জ্বলে নাই ঘরেতে উনুন -
অন্ন শূন্য, নেই তেল-ঝাল-নুন !
আছে ক্ষেতে কিছু ফসল,ধান -
এখন পড়েছে খুজরোর টান ৷


তাই খিদে নিয়ে হয়ে হন্যে -
সাথে মাতা ও তার কন্যে ,
সাত সকালে ব্যাঙ্কে আসা -
তারা কী ফেরত পাবে পয়সা ?


(ইং-০২-১২-২০১৬)
গ্রাম- গণ্ডাহুর , তহসিল- পাখানজোর, প্রদেশ--৩৬গড় ৷
৮০ কিমি পরিধিতে একটাই ব্যাঙ্ক ৷