যমের দয়ায় এক শয়তান -
হয়ে ওঠে বরে, মহা বলীয়ান ,
সব করে সংহার, ভেঙে করে চুরমার -
লুকায় যে কোথায় ? জানা নেই আর ৷


কষ্ট করে খোঁজ মেলে একবার তার -
পলায় সে গভীর জল, অতল সাগর ;
সসাগরা লোক ধর্ণা দেয় গোলোক ,
প্রভু,মোরা অসহায় ! তব ভূলোক ৷


এবার যম শুনায়, কানে-কানে -
জলে, বিষ মিশাও প্রচুর পরিমাণে !
প্রভু ? এভাবে জল-স্থল প্রাণী, হবে যে হানী ;
এ কঠোর আজ্ঞা , কেমনে মোরা মানি !


--হোক না প্রাণী কিছু কম -
আমি দেখে নেব স্বয়ং, তোদের যম !
-শয়তান তো হোক আগে শেষ
এমনি করে চলুক না কেন দেশ !


জনতা বলে, চাই না এ উপায় -
শয়তান নিধনে এ জ্বালা না সয় ৷
অন্য উপায় বল প্রভু ,
সৎপথে সে, আসিবে তো কভু ?


(ইং-০২-১২-২০১৬)
দ্রষ্টব্য-এখানে “নোট বন্দীর” উদ্দেশ্য এবং
সৃষ্ট অবস্থার সাথে জনতার হিতাহিত !!!